Shukno Patar Nupur Paye song is sung by Anuradha Paudwal and Written by Kazi Nazrul Islam.
Shukno Patar Nupur Paye Lyrics
- Song: Sukhno Patha Nupur Paye (শুকনো পাতার নুপুর পায়ে)
- Singer: Anuradha Paudwal
- Lyricist: Kazi Nazrul Islam
শুকনো পাতার নুপূর পায়ে
নাচিছে ঘূর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল চাঁপার কলি
চঞ্চল ঝরণার জল ছলছলি
চঞ্চল ঝরণার জল ছলছলি
মাঠের পথে সে ধায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী…
Also read: Jagorone Jay Bibhabori Lyrics (জাগরণে যায় বিভাবরী)