Tomay Amay Mile Lyrics in Bengali: Tomay Amay Mile Title Song Is Sung by Arijit Singh And Ujjaini Mukherjee. Tomay Amay Mile Serial Title Song Cover by Rupak Tiary, Debolinaa Nandy, And Many Various Artists In Their Own Way.
- Serial Name: Tomay Amay Mile
- Singer: Arijit Singh & Ujjaini Mukherjee
- Story Written by: Shashi Mittal & Ananda
- Bardhan Sharma
- Screenplay: Nilanjana Sharma & Mon Chakraborty
- Dialogue: Amitabha Bhattacharya
- Script: Anindya Ghosh
- Directed by: Prabir Ganguly
Tomay Amay Mile Lyrics In Bengali
মন থাক আড়ালে মাঝে মাঝে ছুটে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি যেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে ।
থেকে যাবো, তোমায় আমায় মিলে ।
যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার ।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে ?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে ?
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে ?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে ?
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
থেকে যাবো তোমায় আমায় মিলে ।
Tomay Amay Mile Lyrics In English
Mon thak arale majhe majhe chute asha
Jani hat barale dhora debe bhalobasha,
Tumi poth cheno, pashe achi jeno,
amakeo songe nile,
Theke jabo, tomay amay mile
Theke jabo, tomay amay mile
Jotodur jay chok, pashe achi ami tomar
Aj noy kal hok, kete jabe ei ondhokar
Tumi abhimani hete jabe jani sopner sei michile
Theke jabo, tomay amay mile
Theke jabo, tomay amay mile
Ghume roj ashe je, samne ki asbena se?
Sopner sei manush sotti ki thakbe pashe?
Ghume roj ashe je, samne ki ashena se?
Sopner sei manush sotti ki thakbe pashe?
Jodi pashe thako, hate hat rakho
Sob pabo vorosa dile,
Theke jabo, tomay amay mile
Theke jabo, tomay amay mile